দোস্ত আমার ইসকাপনের টেক্কা
আজব তুমি বিবেক বুদ্ধি পাক্কা
সুখে দুখে রইবো পাশে কোনো চিন্তা নাই
দোস্ত মোহাম্মদ দিলদার আলী আমরা দুটি ভাই ।।


আমরা দু'জন বড়ই আপন
দোস্ত মোহাম্মদ দিলদার আলীর টুটবে না বন্ধন
তুমি হবে ব্যারিস্টার পরোয়া তখন করবো কার
বুক ফুলিয়ে চলবো তখন দেখবে যে সবাই ।।


আমরা দু'জন চড়বো গাড়ি
গুলশানেতে থাকবে মোদের একুশ তলা বাড়ি
আমি হবো অফিসার তুমি করবে রিটায়ার
মোদের মতো মানিকজোড় আর দুনিয়াতে নাই ।।