দিলেম নাহয় বাজুবন্দ ঝুমকো লতার দুল
ঝোটন খোঁপায় সদ্য ফোঁটা রাঙা পদ্মফুল
তবু ওই থৈ থৈ থৈ বন্যা চোখের থামবে কি?।
চাই কি কি তোমার হিরে মতি পান্না
বন্ধ করো পদ্ম চোখের কান্না
আমার এই লেখা শিশির ভেজা দোদুল এ মন
বিরহেরও ক্লান্তি দেখে আর কখনো রাঙবে কি?।
মনেরো কুঁড়ি হয়না যদি রাঙা
মিথ্যে হলো স্বপ্নে এ ঘুম ভাঙা ।
ফুলের ওই পরাগ যদি না পায় অলি
নতুন কোনো বসন্তে আর কখনো ঘুম ভাঙবে কি?।