ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম
সেই গ্রামের একটি মেয়ে
হাসতো খেলতো বেড়াতো
আর স্বপ্ন দেখে যেতো ।।


সেই গ্রামের পাশেই ছিল একটি নদী
তার সে তীরে সেই মেয়ে যেতো নিরবধি
অনেক খুশিতে সে দুলতো
ঢেউয়ের সাথে কথা বলতো
ভাবতো কেবল একটি মনের
মানুষ যদি সে পেতো ।।


অনেক আপন হয়ে একটি মানুষ কাছে এলো
মেয়েটি তারে উজাড় করে প্রেম দিলো
সোহাগ দিয়ে জ্বালা দিয়ে
মানুষটি একদিন হারিয়ে গেল ।


সেই নদীর ঢেউগুলো আজও দোলে
বেদনাতে বিষের কালো ফণা তোলে
এখন সে মেয়েটি কাঁদছে
বালুচরে খেলাঘর বাঁধছে
কেউ দেখে না তার সে মনে
কোথায় গভীর ক্ষত ।।