চিঠি লিখে দিয়েছি তোমাকে পড়ে দ্যাখো না
ভালোবাসা কারে বলে তুমি আজ শেখো না
দেবো না এই চিঠির জবাব আমি দেবো না
নেবো না সেই ভালোবাসা আমি নেবো না ।।


আঙ্গুল কেটে কলম বানাবো
মনেরো কথা তোমাকে জানাবো
তুমি পড়ো আর নাই পড়ো, হাত ধরো নাই ধরো
দিনে দিনে তোমারই হবো ।
দেবো না ওই তোমার হাতে হাত দেবো না
নেবো না ওই মনের খবর আমি নেবো না ।।


বইয়েরই পাতায় গোলাপ বাঁধাবো
চোখেরই তৃষা এভাবে মেটাবো
তুমি দ্যাখো আর নাই দ্যাখো, ডাকো আর নাই ডাকো
চিরকাল তোমারই রবো ।
দেবো না ওই তোমার চোখে চোখ দেবো না
নেবো না ওই প্রেমের বাঁধন আমি নেবো না ।।