চিঠি লেইখাছি নিশি রাইতে লন্ঠন জ্বালাইয়া
কাল সকালের ডাকে চিঠি দিমুরে পাঠাইয়া
পরশুদিন বন্ধুর কাছে যাইবো রে পৌছাইয়া ।।


মনের সুখে আছো তুমি ঢাকা শহরে
এই বয়সে ক্যামনে থাকি একা একা ঘরে
মাইঝা দেওর ঘোড়াই নজর কেমন কেমন করে
পাশের বাড়ির ভাবী আইসা রং তামাশা করে
আর কতদিন থাকমু আমি এই না জ্বালা সইয়া ।।


আমার সাধের ননদিনী ছাইড়া শ্বশুর বাড়ি
স্বামীর সাথে ঝগড়া কইরা আইছে বাপের বাড়ি
মা ঝিয়েতে মিলছে তারা বড়ই হাসি খুশি
বিনা দোষে করে আমায় সকল দোষের দোষী
এই ছুটিতে আইসা বন্ধু যাইবা মোরে লইয়া ।।