বৃহস্পতি আমার এখন তুঙ্গে
শনির দশা শেষ হয়েছে কবে
চন্দ্র এসে ভর করেছে
ভালোবাসার ঘর করেছে
এবার নাকি ভালোবাসা হবে ।।


আমাকে ধোঁকা দেয়া চলবে না
আমাকে বোকা বানানো চলবে না
তুমি যেথায় খুশি যেতে পারো
যা খুশি তা বলতে পারো
ইচ্ছে না থাক অনেক তবে
জানি কথা রবে ।।


তোমার এ ছলাকলা চলবে না
আমারই কথা ভোলা চলবে না
তুমি যতো পারো আঘাত করো
কাজের মাঝে বেঘাত করো
মূল্যে না হোক বিনা মূল্যে
জানি ধরা দেবে ।।