বউ হওয়া কি মুখের কথা
বলো বউ হওয়া কি মুখের কথা
হায়রে স্বামী মেলে সাধন করলে
বৌউ মেলে না যথাতথা ।।
যে বউয়েরা স্বামীর ঘরে
দিনে রাতে গোস্যা করে
এমন বউ তো হাজার মেলে
গ্রামে গঞ্জে হাটবাজারে
আরে, পায়ে ধরো সালাম করো
স্বামী নামের মন্ত্র পড়ো
অর্ধাঙ্গিনী হইতে হলে
বুঝতে হবে স্বামীর ব্যথা ।।
মুরুব্বিদের মুখে শুনি
বউয়ের গুনে স্বামী গুনি
বউয়ের আদর পাইলে স্বামী
বিড়াল সেজে যায় তখনই
তুমি ভালোবাসার আঁচল দিয়া
অভাগারে নাও বান্ধিয়া
বউ হইলো যে স্বামীর ঘরে
শীতের দিনে গরম কাঁথা ।।