বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না
গাঙ পার হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
আইতে যাইতে বারো আনা উসুল হইলো না ।।


বুধবারে শুভযাত্রা বিসুধ বারে মানা
শুক্কুর বারে প্রেম পিরিতি হয়না ষোলআনা
শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না ।।


তোর কাছে যাইবার বেলায় ঠোঁট রাঙাই পানে
একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে
কাপড় ভিজ্জা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না ।।


ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা
গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা
চাবি লইয়া নিঠুর কালা তুইতো আইলি না ।।