বন্ধু দিমুনা যাইতে আন্ধার রাইতে
মাঝ দরিয়ায় রে মাছ ধরিতে
কন্যা না দিলে যাইতে পাবিনা খাইতে
ক্ষিধার জ্বালায় রে হবে মরিতে ।।


মাছ ধরিতে গেলে পরে, ডুবে কখন যাবি মরে
পারবো না নদীর জল চোখে ধরিতে
জল আনিতে ঘাটে গেলে, পিছল খাইয়া পড়বি বলে
যাবি না কি সেই ভয়ে তুই ঘট ভরিতে
ঘর যদি ভাঙে ঝড়ে, বাঁচবি তখন কেমন করে
কোন সাহসে থাকিস তবু ঘর বাড়িতে
আমি বুঝিনা কিছু খুঁজি না কিছু
পারমু না আমি তুই বন্ধুর হাত ছাড়িতে ।।


তুই যখন দূরে যাবি, চোখের আড়াল হইয়া রবি
কার লাইগা ভাত রান্ধুম মাটির হাঁড়িতে
কাছে কিবা দূরে থাকি, তোরে আমি মনে রাখি
তোর লাইগা পারি আমি সব ছাড়িতে
আঁচল দিয়া বারে বারে, বাতাস করুম আমি কারে
আদর কইরা বসাইয়া রে কাটের পিঁড়িতে
বন্ধু তুই আমার লক্ষী, রঙ্গিলা পঙ্খী
তোরে ছাইড়া রে যামু না মাছ ধরিতে
বন্ধু তুই আমার লক্ষী, রঙ্গিলা পঙ্খী
বাইন্ধা রাখুম রে প্রেমের দরিতে ।।