বলবো না গো সেই কথাটি
যেই কথাটি আজ ফুলের কানে অলি
চুপিচুপি শুধু কয় ।।
যে কথাটি মরমেতে বাজে রে
বলতে গেলে যায়না বলা লাজে রে
কেন বুঝো না কি কথা বলে
আঁখি দুটি ইশারায় ।।
কেউ জানেনা ছোট্ট কথার কলি রে
বলতে গেলে হারিয়ে কেন ফেলি রে
সেতো বুঝে না, কেন বুঝে না
মন মোর কী যে চায় ।।