ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই
প্রাণের মুকুরে তারই ছায়া যে পড়ে
বলো না শোনাবো গান আমি কি করে ।।


নয়নে কাজল হয়ে সেতো হেসেছে
স্বপনে আপন হয়ে কাছে এসেছে
আমারে জড়িয়ে গেছে সুরভী হারে ।।


ঝিনুকে প্রেমের ছবি সেতো এঁকেছে
মুকুলে ফাগুন হয়ে শুধু ডেকেছে
প্রাণেরও অতিথি হাসে গানেরও দ্বারে ।।