ভীরু কাঁকন গুঞ্জন তোলে
নির্জন এই রাতে
মঞ্জুরি মন উঠেছে এ কোন
নতুন স্বপ্নে মেতে ।।
অনেক আশার ক্লান্তি শেষে
অনেক স্বপ্ন বুনি
একটি হৃদয়ে এলো যেন
একটি ফাল্গুনী
আঁখি পল্লবে এতো উচ্ছল
পাই এ নিরালাতে ।।
অতন্দ্র মন পরাগ মেখেছে অঙ্গে
ঘুম ভোলা চোখ দোলে দোদুল সে তরঙ্গে ।
অনেক বাঁধার নিষেধ পেরিয়ে
একটি ছোট্ট পুরী
পলক সোডাগে আজকে হলো
মধু মঞ্জুরি
মধু চন্দ্রিমা মৃদু চন্দন
মেখে যাই নিরালাতে ।।