ভাবতে পারিনা আমি ভাবতে পারিনা
কেমন করে এ মনটারে উজাড় করে দিলাম ।।
পথ চলতে একা চলতে শুধু মনে হয়
যদি হাসতো পাশে থাকতো হতো কি মধুময়
এতো ভালো লাগার পরে কেন তারে ছেড়ে এলাম ।।
তারে দেখতে কথা বলতে কতো প্রাণে চায়
কাছে রাখতে ভালোবাসতে পাবো কি ফিরে হায়
এতো কাছে পাবার পরে কেন দূরে ঠেলে দিলাম ।।