আয় বৃষ্টি আয় মেঘের খেয়ায়
বর্ষা বিনা থাকি কোন ভরসায়
আয় আয়রে, আয় বৃষ্টি আয় ।।


ঝুমুর ঝুমুর তালে তালে
খালে বিলে আয়
ক্ষেত খামারে হাইলা চাষার
ফসল পুইড়া যায়
হায়রে বৃষ্টি নাই কি তোর দয়া
খরার আগুন দেনা নিভাইয়া
এ কোন গজব হইলো আল্লাহর দুনিয়ায় ।।


ঘরে বাইরে হাট বাজারে
নাই রে কারো হাসি
গেরস্তেরই বউ ঝিয়েরা
কাঁন্দে বসি
দেওমারে তুই এতোই কি পাষাণ
দোহাই লাগে বাঁচারে পরাণ
দারুণ তেষ্টায় বুক ফাইটা যায় ।।