আরো কিছুক্ষণ এই দুটি মন
এমনি করেই পাশাপাশি থাক
এই শুভ রাত অনন্ত এক
রাত্রি হয়ে যাক ।।
স্কুলগুলো স্তব্ধ হয়ে হাওয়ার গানে
নাই বা করুক নিরব কোনো অভিমানে
নতুন ভোরে প্রথম পাখির
শুনবো না আর ডাক ।।
মুখর তিথি মুক্ত স্মৃতি বুকে রেখে
চন্দ্র কলায় চোখে যাবো স্বপ্ন এঁকে
রাত্রি নাহয় হলোই আজ
চকিতে নির্বাক ।।