আর মেখো না কাজল তুমি চপল আঁখিতে
আর ডেকো না অমন করে করে মধুর হাসিতে ।।
এলোমেলো দখিন হাওয়া
ঝরায় মনে স্বপ্ন রঙিন চাওয়া
আর রেখো না সুরের মায়া
আমার বাঁশিতে ।।
রিনিঝিনি কাঁকন তোমার বাজে
রূপ দেখে ওই পদ্ম কলি মুখ লুকালো লাজে ।
ফুলে ফুলে ওই ভ্রমর অলি
গানে গানে যায় যেন আজ বলি
আর চেও না মায়ার ডোরে
আমার বাঁশিতে ।।