আপায় কইছে আমারে বাল্যশিক্ষা কিনা দিছে
বাল্যশিক্ষার বই পইড়া খাইয়া দাইয়া
কানের ভিতর নল লাগাইয়া
ডাঃ হইয়া যামু গা, না না না যামু না
এইখানেই ডাঃ হমু, রোগী দেইখা ওষুধ দিমু ।।
কেউ আইবো কেউ যাইবো, আমি যামু না
বেত মারলেও টিফিন আমি কাউরে দিমু না ।।
লেখাপড়া শেষ হইলে আর পড়ুম না
পেট ভইরা খাওন পাইলে কিছুই চামু না ।।
আপারও কেউ নাই আপায় পাইছে ঠাঁই
আপা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই ।।