আমি সাত সাগর পাড়ি দিয়ে
কেনো সৈকতে পড়ে আছি
কোনো অশ্রু ভেজা স্বপনে
মনে তাজমহল গড়েছি ।।
আজ নেই যে গানে কোনো ছন্দ
হলো রাগিনীর দ্বার চির বন্ধ
স্মরণের আলেয়ারে আলো ভেবে
অন্ধকারে খুঁজে মরেছি ।।
আজ নেই যে আগের সেই দৃষ্টি
এলো দু'চোখে ব্যথার ঝড়বৃষ্টি
জীবনের চাওয়াটাকে ছুড়ে ফেলে
শূন্যতাকে আমি ধরেছি ।।