আমি ওই মনে মন দিয়েছি যখন
নতুন নতুন সাজে
সেই যে কখন হয়েছে মরণ
একি দুস্তর লাজে ।।


আমিতো রেখেছি প্রাণের দুয়ার খুলে
তুমি যে এসেছো কখন আপন ভুলে
অভিসারি আকুলতা মরমে মরমে বাজে ।।


হৃদয় মুকুরে পড়েছে তোমার ছায়া
আমারে দিয়েছো রোমাঞ্চ ভরা মায়া
অজানা রে জেনেছি গো তোমার নয়ন মাঝে ।।