আমি কি সবার চোখে হয়ে গেছি পর
চারিদিকে একি ঝড়
ভেঙেছে আমার বালুচরে বাঁধা ঘর ।।


আমি যে দিশেহারা ঝড়ের পাখি হয়ে কাঁদি
এখনো মিছে আশায় ভুলের সুরে বীণা বাঁধি
আমি যেনো পথের মাঝে পথিক যাযাবর ।।


কেনো যে দোষী হলাম ভালোবাসার অপরাধে
কেনো যে ব্যথা পেলাম কলঙ্কেরই অপবাদে
আসে যদি মরণ আসুক নেই কোনো আর ডর ।।