আমি কেমন নাচুনী গো নানী
কেমন নাচুনী
আমার, নাচেরই ঠমকে চোখেরই চমকে
দ্যাখো ধমকে ধমকে পতির
মন ভোলাতে জানি ।।
তালের পিঠা বানাইয়া, পিঁড়ির মধ্যে বসাইয়া
পাঙ্খা দিয়া বাতাস কইরা খাওয়াইমু তারে
হুকার তামুক সাজাইয়া সুগন্ধি পান খাওয়াইয়া
লাঙ্গল জোয়াল দিয়া মাঠে পাঠাইমু তারে
আমার অঞ্চলো দিয়া রে দিমু ঘাম মুছিয়া
দিমু শীতের দিনে গরম কইরা
গোসলের পানি ।
আমি কেমন ঘরনি গো নানী
কেমন ঘরনি ।।
নকশী কাঁথা বানাইয়া খাটের মধ্যে বিছাইয়া
ফুল তোলা বালিশ পাইতা শুয়াইমু তারে
চুলে আঙুল বোলাইয়া চোখে চোখে তাকাইয়া
মিঠা মিঠা কথা আমি কইমু যে তারে
আমি বন্ধুর বিহনে, বাঁচবো না জীবনে
ওলো তারে আমি ছাড়বো না গো
যতোই খাই গো বকুনি ।
আমি কেমন সজনী গো নানী
কেমন সজনী ।।