আমি কাঁকন দিয়ে ডেকেছিলেম
মুখে লজ্জা ছিলো বলে
আমি তোমার ছবি এঁকে ছিলেম
দুটি চোখের নীলাচলে ।।
তুমি চাওনি ফিরে দেখে
দুটি পায়ে ভিন্ন পথে গেলেম পথে রেখে
তুমি দুয়ার খুলে বাইরে যখন এলে
আমি আড়াল থেকে মুখর হলাম
একটু কৌতূহলে ।।
এমনি করে সকাল আমার দুপুর হয়ে গেল
আবার দেখি কখন যেন রাত্রি হয়ে এলো ।
আমি চাইনি ফিরে কাজে
তাই তো দেখি আমার ঘরে প্রদীপ জ্বলেনি যে
তুমি এলে যখন প্রদীপ জ্বালিয়ে দিলে
আমি নিরব মায়ায় ব্যাকুল হলেম
একটু ভাবের লীলার ফলে ।।