আমি এক মাস্তানা আমার নাই ঠিকানা
মুল্লুক জুড়ে তাল্লাকু আমার
যখন যেথায় যাই
আরে সেলাম ছাড়া সেলামীও
সঙ্গে কিছু পাই ।।


আমার মনের আমি মুনিব
পরোয়া করি কার
যখন যেথায় পড়ে থাকি
সেখানেই সংসার
ঘরে বাইরে ফুটপাতে ভাই
কোনো তফাৎ নাই ।।


এই দুনিয়ায় চলে কতো
আজব লীলা খেলা
কেউ বা হে থায় ভাগ্য গড়ে
কেউ পায় অবহেলা
হিসেব মাফিক পেলেই খুশি
বকশিশ নাহি চাই ।।