আমি ঢাকা শহর ছেড়ে
যাবো একা অনেক দূরে
হেসে খেলে গান গেয়ে এমনি করে
পথ চলা এই ক্ষণ থাক না ভরে ।।


সবুজ মায়া শ্যামল ছায়া যেখানে
সেখানে চলেছি
ধানের শীষে থাকবো মিশে নিশিদিন
কতদিন ভেবেছি
ভাটিয়ালী গানে সুরে সুরে
পাখির ডানায় উড়ে উড়ে
মায়ের আঁচল ভরা সোহাগ যেথায়
যাবো সেই মাটিরই ঘরে ।।


যেমন মাটি তেমন খাটি মানুষের
সোহাগে অন্তর
সুখে দুখে মিশে থাকে সারাক্ষণ
কি আপন কিবা পর
কলসি কাখে চলে নদীর তীরে
মিষ্টি বধু আলতা পড়ে
যেথায় ফাগুন জ্বালায় প্রেমের আগুন
বৌয়ে লাগায় কুহু সুরে ।।