আমার টাকা আছে ভাই পাবলিকের পকেটে
ওয টাকা হাত বাড়ালেই আসে
ও সে আসে হেঁটে হেঁটে ।।
খতম করো যতো আছে দুর্নীতিবাজ
মুখে মুখে এমনি কতো শুনছি আওয়াজ
নীতি কথা যে বলে রে
নীতি ভেঙে সে চলে রে
সামনে দেখায় ভালো মানুষ
পিছে পকেট কাটে ।।
সাঁঝের বেলায় ভালোবাসার তুবড়ি ফোঁটায়
কাজ ফুরালেই এক নিমিষেই সব ভুলে যায়
তেলের মাথায় তেল মাখে রে
সুখের ঘুমে নাক ডাকে রে
গরীব দুখীর মনের আশা
হয়না পূরণ মোটে ।।
কতো লোকে অনাহারে খেটে মরে
কতো লোকে কালো টাকার পাহাড় গড়ে
বাজিমাতের মওকা পেয়ে
নিজের আখের নেয় গোছায়ে
ছটকু মিয়ার হোটেল ছেড়ে
সোনার গাঁয়ে ওঠে ।।