আমার মায়া ডোরে বাঁধা ও মন
ঝরিয়ে চোখের জল
অন্যখানে চল রে ও মন
অন্যখানে চল
এবার অন্যখানে চল ।।


দেবার মতো যা ছিলো মোর
সবই দিয়ে যাই
নেবার মতো নেই তো কিছু
নিলাম না যে তাই
আমার বুকে আগুন শুধুই আমি
করেছি সম্বল ।।


মেঘের আশে চাতক কাঁদে
মেঘ যে ভেসে যায়
জীবন গাঙে চর জেগেছে
এ কোন অবেলায়
আমার দুখের কাঁটায় ফুটলো না হায়
সুখের শতদল ।।