আমার যৌবনের মৌবনে লেগেছে দোলা
রে ভ্রমরা বেরসিক তুই
কেন এখনো বল আপন ভোলা ।।


মন না জেনে ভালোবাসা করে যে জনা
সে কখনো আসল সোনা চিনেও চিনে না
ওরে দ্যাখ,  দ্যাখ তুই চেয়ে দ্যাখ
বাইরে আমার যেমন তেমন
ভেতরে ভেতরে দুয়ার খোলা ।।


কাঁচা ডালিম পাকলে পরে রসে ভরে যায়
আসল মালিক না নিলে তারে কাক পক্ষিতে খায়
ওরে শোন, শোন তুই কথা শোন
তোরই কাছে চাবি আছে
খুলে দে মনের তালা ।।