আমার এ দুটি আঁখি
হলো উদাস পাখি
আজ বুঝি মন শুধু অকারণ
দোলে প্রীতি সোহাগে
কতো কথা মনে জাগে ।।


সুদূরী তুমি এলে আমার স্বপন হয়ে
সুহাসিনী তুমি এলে ফুলের সুরভী ঢেলে
অন্তর ছেয়ে গেলো
জানিনা কি অনুরাগে ।।


ঝিনুকে মুক্তা ছিলো দেখিনি আগে তো চেয়ে
কন্ঠ পাখি ওঠে গো জানিনা কি সুরে গেয়ে ।


মালতী তখনই নিলে আমার ব্যথা যতো
ভালোবাসা তুমি দিলে একটি ফুলের মতো
এ জীবন এতো মধুর
আমি তো ভাবিনি আগে ।।