আমাদের এই পৃথিবীটা আজ আনন্দে ঝলমল
শিষ দিয়ে ওই পাখি গান গায় নদী বহে কলকল
আনন্দে চারিদিক ভরবো মোরা
পাখির মতো গান গাইবো মোরা ।।


আলোয় ভরা ওই সূর্যের ভোর
এনেছি রাতের শেষে
সাত রঙে মোরা সাজিয়ে দেবো
দেশটাকে ভালোবেসে
হাজার ফুলের সৌরভ নিয়ে
বাতাস হয় চঞ্চল ।
সূর্যের মতো জেগে উঠবো মোরা
ফুলের মতো আজ ফুটবো মোরা ।।


ঘরে ঘরে আজ ভালোবাসা দিয়ে
গেথেছি মিলন মালা
সুখের বৃষ্টি ধুয়ে নিয়ে গেছে
হৃদয়ের যতো জ্বালা
মানুষের তরে মানুষ সবাই
জীবনেরই যোগফল ।
দু'চোখে অশ্রু মোছাবো মোরা
মানুষের দুঃখ ঘোচাবো মোরা ।।