আলোর গানে ভুবন ভরেছে
তোমায় পেয়েছি বলে
কতো ফাগুনের সুরভী ছড়ায়ে
আমার জীবনে এলে ।।


আমার মনের নিরবতা
হঠাৎ পেলো চঞ্চলতা
ঝর্ণা যেমন পাহাড়ের গায়
সুরের মালা হয়ে দোলে
তেমনি সুরের মাধুরী ছড়ায়ে
আমার জীবনে এলে ।।


তুমি যে আমার কতো আপনার
সে কথা বলার ভাষা নেই আর
সাগর যেমন তীরের কানে
ঢেউয়ের ছলে কথা বলে
তেমনি কথা আবেশে ভরায়ে
আমার জীবনে এলে ।।