আজি হলো শুক্রবার
কথা ছিলো চিঠি লেখার ।।
তুমি নিজে এলে যখন
চিঠি লেখার কি প্রয়োজন
কথা বলো জবাব দেবো সকল কথার ।।
ভালোবাসার এলো লগন
অভিযোগের কি প্রয়োজন
ভুলে যেও ব্যথাগুলো ভুলে থাকার ।।
দুটি চোখে কতো স্বপন
অভিমানের কি প্রয়োজন
কথা ছিলো তোমার ওগো কথা রাখার ।।