আজ কেনো মন হলো অকারণ
এতো চঞ্চল আমি জানি না, আমি বুঝি না
কে তুমি আমার, আমি কে তোমার
কিছুই ভেবে যেন পাই না ।।
হৃদয় জুড়ে সুরের ছোঁয়া কে রাখে
গানের পাখি তাই কুহু কুহু ডাকে
আহা, এ কোন খুশি রাঙিয়ে দিলো
আমার যতো ভাবনা ।।
নয়ন ভরে স্বপ্ন মাধুরী জাগে
সব যেন আজ নতুন নতুন লাগে
ওগো, হঠাৎ পাওয়া একটু আলো
জীবনে বিদায় দিও না ।।