শুধু নাম নিলে যার গানের মতো ছড়ায় আবেশ
সে আমার জন্মভূমি, আমার স্বদেশ ।।


এ দেশ আমার দৃষ্টির কাছে সবুজের বনো হাসি
ফসল কাটার গন্ধে বিভোর আনমনা কোনো চাষি
পাল তোলা গানে নৌকোর পরিবেশ ।।


এ দেশ আমার রক্তের লালে কবিতার মতো বাজে
এ দেশ আমার স্বপ্ন চাষার সাত রঙা কারুকাজে
বঞ্চিত মনে মিষ্টির সমাবেশ ।।