রাঙা বৌয়ের কলসি ভাঙে সুজন মাঝির গানে
ভুবন চিলের কান্না মেশে নদীর কলতানে
এই তো আমার বাংলাদেশের গ্রাম
হাজার সুরের ছন্দে বাঁধা একটি গ্রামের নাম ।।
ডুমুর পাতার আড়াল থেকে ছোট্ট রঙিন পাখি
পথিক জনে কুশল শুধায় ভালো আছেন নাকি
যাই যেখানে ময়নামতি কিংবা সুধারাম ।।
কামারশালায় নেহাই বাজে ছন্দ বোনে তাঁতি
ফোটো পুটির ছন্দে মুখর ধূলোর চড়ুই ভাতি
বাংলা আমার প্রাণের বীণায় সপ্ত সরোগ্রাম ।।