উত্তরেরো প্রবেশ দ্বার সবুজ চায়ের সমাহার
পঞ্চগড়ের স্লোগান শুনি দেশের উত্তর সীমানার ।।
মুক্তিযুদ্ধের নয়টি মাসে লেখা আছে ইতিহাসে
পঞ্চগড়ের তেঁতুলিয়া ছিল মুক্ত দুর্নিবার
মহানন্দা নদীর তীরে সুপ্রাচীন এক বাংলোটিরে
দর্শনে মন ভরে ওঠে যেন পর্যটক সবার
অন্যদিকে রাজার দীঘি তারও জুড়ি মেলা ভার ।।
বাংলাদেশের সর্বত্রে বাংলা বান্ধা স্থলবন্দরে
জিরো পয়েন্ট থেকে শুরু সংসদে প্রথম আসন
বয়ে আসা খরস্রোতে মহানন্দা নদী হতে
প্রতিদিনই টনে টনে হয়রে পাথর উত্তোলন
পাঁচটি বাড়ির পঞ্চতো ভাই নেই রে সারা দেশে আর ।।