তুমি সুখে থাকো, সুখে থাকো চিরদিন
আমি তো মেনেছি এ ভাগ্য আমার
তোমার জীবন হোক রঙিন ।।
দূরে দূরে সরে রইবো আমি
আমার ব্যথা একা সইবো আমি
তোমার চলার পথে সুখের কাঁটা হতে
আসবো না কোনোদিন ।।
ভালোবেসে তুমি স্বপ্ন দেখো
ঘরের সাথীটিকে যত্নে রেখো
আমার চোখের জলে দু'চোখ নিভে গেলে
রইবে না কারো ঋণ ।।