তুমি কি আমার প্রেমের আকাশ হবে
কখনো পোড়াবে রোদ্রে আমাকে
কখনো ভেজাবে মেঘে
কখনো আমাকে ওড়াবে ঝড়ের বেগে ।।


জোনাকির মতো জ্বেলে লে জ্বেলে তারা
কোটি চোখে দেবে মুগ্ধ পাহারা
শিশিরের মতো গলতে বুকে
রাত্রি কাটাবে জেগে ।।


আদরের মতো জোছনা ছড়িয়ে
দু'হাতে আমাকে রাখবে জড়িয়ে
আঁধারের মতো রাখবে লুকিয়ে
অন্ধ ভীরু আবেগে ।।