তুমি কেমন আছো ?
বলো কেমন আছো?
এর চেয়ে বেশি আর
কি আছে আমার জানবার ।।


আমার ব্যথা তো বয়ে যায়
শুকনো গোলাপ দিয়ে নাম লিখে স্মৃতির পাতায়
খোঁপা থেকে এই ফুল ঝরে ছিল
সে কথা বলারও নেই অধিকার ।।


এমন যেন না হয়ে যায়
একটু আমার ব্যথা গান হয়ে তোমায় কাঁদায়
শুধু এই ভেবো কেউ ভুল করে ছিল
তোমার ছিল না দোষ কিছু তার ।।