তুমি দিনের আলো রাতের আঁধারে
আছো বুকের ভেতর ছোট্ট অন্তরে
কীযে হয় কেন হয় তুমিহীন নিশিদিন বুঝিনা
কীযে ভয় কেন ভয় তুমিহীন নিশিদিন জানিনা ।।


ছোট্ট একটি জীবন ফুরিয়ে যায় কখন
ভালোবেসে যাও না শুধু সারাক্ষণ
তোমার জন্যে আমি, আমার জন্যে তুমি
এ কথা পৃথিবী জানে তুমি বোঝো না ।।


স্বপ্ন দেখে নয়ন আশা বাঁধে এ মন
নীরবে প্রেমোডোর বেঁধেছে বাঁধন
তুমি যে উদাসী, শুনে কোনো বাঁশি
হদয় দিয়ে তারে কেনো খোঁজও না ।।