তুই ছাড়া আমার চোখে পিত্তিমি নেই
আমি ছাড়া তোর চোখে পিত্তিমি নেই
সজনী গো ভালোবাসা মানে হইলো এই
ও সুজন বন্ধু ভালোবাসা মানে হইলো এই ।।
তোরে ছাড়া বেঁচে থাকা সহ্য হবে না
তোরে হারাইলে দেহে পরাণ রবে না
আমরা মনে প্রাণে বাঁন্ধা দু'জন এক বাঁন্ধনেই ।।
সারাজীবন বুকে ধইরে রেখো আমারে
মরণ এলেও যেনো নিতে না পারে
আমরা মইত্তে হইলে মরবো দু'জন এক মরণেই ।।