তোমার বুকে আমি জীবনে মরণে গরবিনী
তোমার সুখের কাছে আমার সকল সুখ ঋণী
ও আমার দেশ, তোমাকে চিনেই
আমি নিজেকে চিনি ।।


দুঃখ আমার কাছে দুঃখ তো নয়
তোমারই জন্যে যদি হয়
মরণ হলেও জানি মরণ সে নয়
তোমারই জন্যে যদি হয়
এই সুখ এ জীবন মায়ের স্নেহের কাছে
বাঁধা চিরদিনই ।।


স্বপ্ন আমার চোখে সত্যি তো হয়
তোমাকে ঘিরে যদি রয়
আশার রঙিন কলি গোলাপ তো হয়
তোমাকে ঘিরেই যদি রয়
এ আশা এ স্বপন তোমার আঁচল দিয়ে
বাঁধা চিরদিনই ।।