হৃদয় আমার চন্দন হয়ে গেছে
তাই পীড়ন সয়েও গন্ধ বিলাতে আসি
তবু ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি ।।


কষ্ট নামের পাথরের ঘর্ষণে
ক্ষয় হয়ে গেছি একান্তে প্রতি ক্ষণে
শোনাই নি তবু দুখের বারো বাঁশি ।।


স্বপ্ন আমার জীবনের সঙ্গীতে
নাই বা পারুক বসন্ত এনে দিতে
শ্রাবণ নিয়েও স্বপ্নের স্রোতে ভাসি ।।