তার দুঃখ নিয়েও কাদলাম
তাকে দুঃখ দিয়েও কাদলাম
হায়রে হৃদয় তোর পরিচয়
জানা হলো না ।।


আমি পথ না চেয়েও পথ হারালাম
পথ খুঁজতে যেয়েও পথ হারালাম
হায়রে নয়ন তোর ভাগ্য এমন
সুখের কাজল টানা হলো না ।।


আমি ভুলতে যেয়েও ভুল করেছি
মনে রাখতে চেয়েও ভুল করেছি
হায় পোড়া মন তোর এমনি মরণ
হেরেও তো হার মানা হলো না ।।