আমি আকাশে লিখেছি সূর্যোদয়ের গান
মাটিতে লিখেছি ফসলের আঘ্রাণ
শুধুই তোমার জন্যে
ওগো রূপসী বাংলা সাগর মেঘলা কন্যে ।।
আমি প্রকৃতির খাতা সাজিয়ে লিয়েছি
ছয় ঋতু বারো মাস
নদীতে লিখেছি জোয়ারের উচ্ছ্বাস
সবুজে সবুজে চেতনা সাজিয়ে
লিখেছি এই অরণ্যে ।।
আমি মানুষের বুকে যতনে লিখেছি
পুষ্পিত অনুভব
বাতাসে লিখেছি জীবনের সৌরভ
কবিতা সুসমা জড়িয়ে দিয়েছি
তোমারই রূপ লাবণ্যে ।।