সুখে তুমি দুখেও তুমি
ও আমার দেশসুখে দুখে
ও আমার দেশ বুকে বুকে তুমি
মুখে মুখে তোমারই নাম
তোমাকেই ভালোবেসে ধন্য হলাম ।।
তোমারই মাটির পরে
হৃদয় রেখে স্বপ্ন দেখে
তোমারই শ্যামলীমায় দু'চোখ ঢেকে
তিলে তিলে জীবন আমার ভরিয়ে নিলাম ।।
তোমাকেই আয়না করে
আপন চিনে রাত্রি দিনে
নিজেকেই নিত্য জড়াই সুখের ঋণে
ভালো লাগার সে সুখ আবার তোমায় দিলাম ।।