সুজন বাধিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ
ধানসিঁড়ি নদী আর রূপসী সবুজ গ্রাম
এই তো আমার বাংলাদেশ নয়নাভিরাম ।।
সজনে ফুলের বেণী দোলে একটু হাওয়ার দোলায়
দোয়েল, শ্যামা গান গেয়ে প্রাণের ব্যথা ভোলায়
দেশের বুকে আছি যেমন ভ্রমর নেয় ফুলে বিশ্রাম ।।
ক্লান্ত প্রহর হয় যে মুখর ডাহুক, ঘুঘুর ডাকে
নানান রঙে রংধনু তার আকাশ ছবি আঁকে
হাজার নদী ।।
শেষ বীজলাইন পাওয়া যায় নি, পেলে যুক্ত করা হবে ।