স্বপ্ত স্বরের শিখা আমি
নতুন আলো জ্বেলে দিলাম
অবাক করা সুরের আলো
প্রাণে প্রাণে মেলে দিলাম
সুরে সুরে তালে লয় ছন্দে
কি আনন্দে আনন্দে আনন্দে ।।
তানে তানে বলাবলি
কবিতার এই কথা বলি
ফুটে ওঠে মাধবী সুগন্ধে ।।
নূপুরেও ফোটে বাণী
গানে গানে জানাজানি
বেজে বেজে ওঠে কি সুগন্ধে ।।