সবুজ ভাসছে পাহাড়ে টিলায়
চা বাগানে সমতলে
আরও এক শোভা হাওড় বাওড়ে
থৈ থৈ নদীর জলে
হবিগঞ্জ অঞ্চলে ।।


পল্লী সুরের মরমিয়া গানে
প্রীতি ও ভক্তি জাগে মনে প্রাণে
কতো মহাজন কবি সাধকের
কথা মুখে মুখে চলে ।।


সাগর দিঘীটি জুড়ায় আঁখি
অভয়ারণ্যে কতো পশুপাখি
দেশে ও বিদেশে খাসিয়া পানের
স্বাদ নেয় কৌতুহলে ।।


তেলিয়া পাড়ার চায়ের বাগানে
মুক্তিযুদ্ধে মহা অবদানে
ধন্য জাতির লাখো লাখো বীর
এগিয়েছে দলে দলে ।।