সবুজ পাহাড়ের ঝর্ণা ধারাতে
বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে
এসো পাহাড় থেকে ছলকে নামা সঙ্গ ধারাতে
বাংলাদেশের ভালোবাসায় হৃদয় হারাতে ।।
নীলগিরিতে নীলাচলে চিম্বুক পাহাড়ে
মেঘের সাথে লুকোচুরি খেলবার বাহারে
দ্যাখো মন ভোলানো দৃশ্য তুমি চোখের তারাতে ।।
রঙ বেরঙে সাজানো এ বান্দর বনেতে
পাহাড় এবং সমতলে উৎসবে মেতে
সবাই সম্প্রীতি বন্ধনে বাঁধা সকল পাড়াতে