সবাইরে সব দান করিয়া
আমারে মা করলো দান
বেহেশতেরই চাবিখানি
তিরিশ পারা পাক কোরান ।।


মায়ের ছায়া যাহার মাথায়
জগতে সে আর কী চায়
জীবন মরণ সব দিলেও
তাহার দাম কী দেয়া যায়
জনম ভরে রাখবো বেঁন্ধে
মায়ের পায়ে এই পরাণ ।।


মায়ের কাছে কইতে চাই
মাগো তোমার ভাবনা নাই
তোমার মুখে রাখবো হাসি
দুঃখ ব্যথা যতোই পাই
প্রাণটা দিতে হলেও তবু
মাগো তোমার রাখবো মান ।।